বাবা? ও বাবা!

বাবা (জুন ২০১২)

মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
  • ৩০
  • ২৯
১।
বাবা গেছে কাজে
হবে দিন চার,
আমি আছি ঘরে
আর মা আমার

কাল থেকে চাল
ফুরিয়েছে বুঝি,
সতেরটা টাকা
মার ছিল পূঁজি,

চাল তেল নুন
আর কিছু ডাল,
এনেছিল ঘরে
মা-ই গতকাল।

আজ দুপুরে মা
খেতে দিয়ে মোরে,
চুপচাপ একা
বসে থাকে দোরে,

আমি বলি, মাগো,
খেতে বসো সাথে,
কেঁদে বলেছে মা,
আমি খাব রাতে।

২।
আমার বাবা গরিব মানুষ,
তেনার কিছুই নাই,
গোটা দশেক দালান আছে,
সে সব থেকেই আয়।

জমি আছে হাজার একর,
বাগান শতেকখানি,
পুকুর দিঘী কয়শ হবে,
হিসেব কি তার জানি?

ছিলেন গরিব গুবরো গেঁয়ো
দাদা আজো তাই,
রাজধানীতে থাকি তবু
খবর কিছু পাই।

চাকরি ছিল ঝাঁড়ুদারের,
ঝাঁড়ু বেচে এসে,
তারপরে সেই ঝঁড়ুর পুরো
গুদাম বেচেন শেষে।

কারখানাটা ছিল ঝাঁড়ুর
সেটা পেয়ে বাগে,
কলকজ্বা বেচা হল
গুদাম বেচার আগে।

একে ওকে তাকে কিছু
দিলেন খুশি করে,
কষ্ট কি আর কম করেছেন
সারা জীব্বন ভরে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোদের ছায়া দুটো দুই রকম কবিতা একই সাথে পেয়ে ভালো লাগলো ...আগের অংশের চেয়ে পরের অংশটা আমার কাছে বেশি ভালো লেগেছে .....আপনার জন্য শুভকামনা , আর এরকম আরো লেখার পাবার প্রত্যাশা থাকলো..
স্বাধীন চমৎকার ছন্দোবদ্ধ কবিতা। অেনক ভাল লাগল।
মোঃ আক্তারুজ্জামান ছন্দময় সুখপাঠ্য কবিতা| খুব সুন্দর| অনেক শুভেচ্ছা রইলো|
ম্যারিনা নাসরিন সীমা অন্যরকম সুন্দর ভাবনা ! ছন্দে ছন্দে জীবনের কথা কথা খুব ভাল লাগলো ।
জাকিয়া জেসমিন যূথী খুব সুন্দর ছড়া। ভালো লাগলো। খুবই ভালো লাগলো, ছোট্ট মিষ্টি মিষ্টি ছড়া, সংসারের সুখ দুখ মিলিয়ে।
মাহবুব খান ভিন্ন ভিন্ন মাত্রার দুটি কবিতা / ভালো লাগলো
জসীম উদ্দীন মুহম্মদ কবিতায় ধনী - গরীবের পার্থক্য অত্যন্ত সফল ও সার্থক ভাবে ফুটে উঠেছে । অভিনন্দন কবিকে ।
মাহ্ফুজা নাহার তুলি এক কবিতায় দুই দিক..................সুন্দর কবিতা.......
Azaha Sultan চমৎকার একটি ছড়াকবিতা......দারুণ বক্তব্য......
কায়েস অসাধরন খুব সুন্দর অন্তমিল

০৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪